Header Ads

BREB Job Circular

❑❑ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিঃ 
■■ মোট পদসংখ্যাঃ ৬০ টি।
■■ পদের নামঃ
I. সহকারী পরিচালক/সহকারী সচিব (প্রশাসন);  ৪৩টি পদ।
II. সহকারী পরিচালক (অর্থ);  ১৭টি পদ।
■■ আবেদন ফিঃ ১০০০ টাকা।
■■ আবেদনের শেষ তারিখঃ ১৫.১১.২০১৮ ইং।
■■ বিস্তারিতঃ এখানে ক্লিক করুন. . .
[দৈনিক বাংলাদেশ প্রতিদিন; তারিখঃ ২৫.১০.২০১৮ ইং]

■■ অনলাইনে আবেদনঃ এখানে ক্লিক করুন. . .


❑❑ অফ টপিকঃ উত্তমদের প্রতি এই অধমের অনুরোধঃ
-----------------------------------------------------------
■■ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই বিজ্ঞাপন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এখনও আপলোড হয়নি বা অনলাইনে আবেদন করার লিঙ্ক চালু হয়নি।দৈনিক পত্রিকায় প্রকাশিত অনেক বিজ্ঞাপন ১/২ দিন পরে কোন কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ হয়।অনেক আবেদনের লিঙ্ক চালু হতে সময় লাগে। আর যেহেতু আবেদন করতে ভাল সময় দেয়া হয় তাই প্রথম দিকে আবেদন করার ফলে সৃষ্ট সমস্যা নিয়ে অযথাই তর্ক করা বাহাদুরি নয়।
■■ কোন প্রতিষ্ঠানের  চাকরির বিজ্ঞাপনে পরীক্ষার ফি বেশি হলেই কত অভিযোগ। গ্রুপে অভিযোগ করে লাভ হবে কি? বলে নেয়া ভাল যে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে পরীক্ষার ফি বেশি হলে টানাপোড়নে পরে যাই।অনেক আবেদন করতেও পারিনা। ব্যাংকারস সিলেকশন কমিটি টাকা নেয়না ভালো। কিন্তু কিছুটা ফি নিলে মনে হয়ে তারা এসএমএস করে সবাইকে জানাত বা বেশি প্রচার করত। তাহলে অনেক পরীক্ষার চূড়ান্ত ফলাফল হলে কেউ বলত না যে, পরীক্ষা কোনদিন হল? প্রবেশপত্র ডাউনলোড করার শেষ সময় পার হয়ে পরীক্ষার তারিখ জানালে কেউ বলত না যে, প্রবেশপত্র  কোনদিন দিবে বা কোনদিন দিল? বিকল্প প্রবেশপত্র ডাউনলোড করার সময় বলত না আমি জানিনা বলে আগে প্রবেশপত্র ডাউনলোড করিনি – ইত্যাদি ইত্যাদি।
■■ কোন প্রতিষ্ঠানের ফলাফল হয়েছে –এই নিউজটি পেলেই তো ফলাফল জানার দায়ভার প্রার্থীর। ওয়েবসাইটের ঠিকানা, ফলাফলের পিডিএফ বা পিডিএফ ফাইলকে ছবিতে রূপান্তর করে আপলোড করার পরেও ---- “এই রোলটা বা অমুক রোল দেখে নিন” --- এই ধরনের কমেন্টস বা এসএমএস বেমানান।
■■ কোন চাকরির বিজ্ঞাপন আপলোড করে কেউ যদি বানান সংক্রান্ত বা অসাবধানতার কারনে একটু ভুল করেন, সেটা অনিচ্ছাকৃত।বুঝে নিলে ভাল। না হয়-ভুলের জন্য কমেন্টসে নরম ভাষায় ইঙ্গিত দিতে পারেন।    
■■ যারা কোন প্রতিষ্ঠানের এইসকল নিউজ জানতে এসএমএস বা কমেন্টস করেন কিন্তু উত্তর দিতে পারিনা বলে মনে মনে দোষারোপ করেন- 
I. কোন পদের ফলাফল হয়েছে কিনা?
II. কোন পদের ফলাফল কবে হতে পারে?
III. কোন পদের এক্সাম টেকার কে?
এই তিনটি প্রশ্নের একই ধরনের উত্তর। শত শত  প্রতিষ্ঠানের হাজার ক্যাটাগরির পরীক্ষার ফলাফল হয়েছে কিনা; কবে হতে পারে; এক্সাম টেকার কে; তা জানা বা স্মরণ রাখা অসম্ভব। আর কমন কিছু প্রতিষ্ঠানের বিষয়ে এধরনের নোটিশ অনেকেই জানেন বা আপনি নিজেও জানেন।

“একমাত্র আল্লাহই উত্তম রিজিকদাতা”।
শুভ কামনা রইল।
BREB Job Circular pictuer
BREB Job Circular Picture

No comments

Powered by Blogger.